What is King & Pawn Endgame ?
কিং এন্ড পন এন্ডগেম ।
দাবা খেলার শেষভাগে যখন বোর্ডে রাজা এবং বোড়ে ছাড়া অন্য কোন গুটি থাকে না, তখন সেই পর্যায়কে কিং এন্ড পন এন্ডগেম বলা হয় ।
যেহেতু এই পর্যায়ে বোর্ডে কেবল রাজা এবং বোড়ে থাকে তাই অধ্যয়নকারীদের জানতে হয় কিভাবে সঠিকভাবে এই দুই প্রকার গুটিকের সঞ্চালিত করতে হয় । সামান্য একটু ভুল করলেই খেলার ফলাফল বিজয় থেকে ড্র অথবা পরাজয়ে নেমে যেতে পারে ।
আবার যদি প্রতিপক্ষ বিষয়টির না জানে তবে সঠিকভাবে ডিফেন্স করে পরাজয়কে ড্র তে রুপান্তরিত করা যায় ।
এই সিরিজে আমরা কিং এবং পন এন্ডগেমের
দ্যা রুল অফ দ্যা স্কয়ার,
অপজিশন,
কি স্কয়ার,
ট্রাইএনগুলেশন,
কররেসপন্ডিং স্কয়ার,ইত্যাদি প্রায় সকলবিষয় সমূহ সরলভাবে বুঝানোর চেষ্টা করব ।
প্রতিটি বিষয়ের বেসিক ধারণা দেয়ার পর থাকবে কিছু
জটিল উদাহারণ । যা প্রেকটিস করার মাধ্যমে এসব বিষয় বাস্তবিক খেলায় কিভাবে প্রয়োগ
করতে হয় তা বুঝা যাবে । সবশেষে থাকবে বিষয়টি সম্পর্কিত কিছু উদাহারণ যা গ্র্যান্ডমাস্টারদের
খেলা থেকে নেয়া হবে ।