What is King & Pawn Endgame ?


কিং এন্ড পন এন্ডগেম ।



দাবা খেলার শেষভাগে যখন বোর্ডে রাজা এবং বোড়ে ছাড়া অন্য কোন গুটি থাকে না, তখন সেই পর্যায়কে কিং এন্ড পন এন্ডগেম বলা হয়
যেহেতু এই পর্যায়ে বোর্ডে কেবল রাজা এবং বোড়ে থাকে তাই অধ্যয়নকারীদের জানতে হয় কিভাবে সঠিকভাবে এই দুই প্রকার গুটিকের সঞ্চালিত করতে হয় সামান্য একটু ভুল করলেই খেলার ফলাফল বিজয় থেকে ড্র অথবা পরাজয়ে নেমে যেতে পারে
আবার যদি প্রতিপক্ষ বিষয়টির না জানে তবে সঠিকভাবে ডিফেন্স করে পরাজয়কে ড্র তে রুপান্তরিত করা যায়
এই সিরিজে আমরা কিং এবং পন এন্ডগেমের
দ্যা রুল অফ দ্যা স্কয়ার,
অপজিশন,
কি স্কয়ার,
ট্রাইএনগুলেশন,
কররেসপন্ডিং স্কয়ার,ইত্যাদি প্রায় সকলবিষয়  সমূহ সরলভাবে বুঝানোর চেষ্টা করব
প্রতিটি বিষয়ের বেসিক ধারণা দেয়ার পর থাকবে কিছু জটিল উদাহারণ । যা প্রেকটিস করার মাধ্যমে এসব বিষয় বাস্তবিক খেলায় কিভাবে প্রয়োগ করতে হয় তা বুঝা যাবে । সবশেষে থাকবে বিষয়টি সম্পর্কিত কিছু উদাহারণ যা গ্র্যান্ডমাস্টারদের খেলা থেকে নেয়া হবে ।
Theme images by imagedepotpro. Powered by Blogger.