গুটি চালার সঠিক নিয়ম
রাজার চালঃ
রাজা কোন গুটিকে অতিক্রম না করে যে কোন দিকে একঘর যেতে পারে ।
নৌকার চালঃ
নৌকা কোন গুটিকে অতিক্রম না করে সুজাসুজি যত ঘর ইচেছ যেতে পারে ।
হাতির চালঃ
হাতি কোন গুটিকে অতিক্রম না করে আড়াআড়ি যত ঘর ইচেছ যেতে পারে ।
রাজা এবং রাণীর চাল |
রাণীর চালঃ
রাণী কোন গুটিকে অতিক্রম না করে সুজাসুজি বা আড়াআড়ি যত ঘর ইচেছ যেতে পারে ।
ঘোড়ার চালঃ
ঘোড়া যে কোন গুটির উপর দিয়ে একঘর সোজাসুজি এবং একঘর আড়াআড়ি যেতে পারে ।
বোড়ের চালঃ
বোড়ে কোন গুটিকে অতিক্রম না করে প্রথম চালে দুই ঘর যেতে পারে । অন্য যে কোন চালে কেবল একঘর যেতে পারে । বোড়ে কেবল সামনের দিকে যেতে পারে । পিছনে আসতে পারে না ।
বিস্তারিত জানতে ভিডিওটি দেখুনঃ
YouTube এ দেখতে এখানে ক্লিক করুন ।