দাবার বোর্ড ও গুটি পরিচিতি
দাবা খেলার
জন্য প্রয়োজনঃ
১.
দুজন খেলোয়াড়
২.
একটি বোর্ড এবং
৩.
কিছু গুটি
দাবার বোর্ডঃ
দাবার বোর্ড
একটি বর্গাকৃতির বোর্ড । বোর্ডটিতে ৬৪টি ঘর থাকে । এদের মধ্যে ৩২টি ঘর সাদা এবং ৩২টি
ঘর কালো । ঘরগুলো এমনভাবে রং করা থাকে যেন পাশাপাশি দুটি ঘর ভিন্ন রঙের হয় এবং আড়াআড়ি
দুটি ঘর একই রঙের হয় ।
দাবার বোর্ড ও গুটি |
দাবার গুটিঃ
দবা খেলায় প্রথমদিকে
ছয় প্রকারে ৩২টি গুটি থাকে । এদের মধ্যে ১৬টি গুটি সাদা এবং ১৬টি গুটি কালো । দুজন
খেলোয়াড়ের একজন সাদা গুটি পরিচালনা করে এবং অপরজন কালোগুটি পরিচালনা করে । উভয় খেলোয়াড়ের
সমান সংখ্যক গুটি থাকে ।
সাদা গুটিসমূহ
হচ্ছেঃ
১টি রাজা- King
১টি রাণী/মন্ত্রী-
Queen
২টি নৌকা/কিস্তি-
Rook
২টি ঘোড়া-
Knight
২টি হাতি/গজ-
Bishop
৮টি বোড়ে/ সৈন্য-
Pawn
বিস্তারিত জানতে
আগ্রহীরা ভিডিওটি দেখুন ।
অথবা
Youtube এ দেখতে
এখানে ক্লিক করুন ।