কেন কিং এন্ড পন এন্ডগেম সর্বপ্রথম শিখতে হয় ?


কেন কিং এন্ড পন এন্ডগেম সর্বপ্রথম শিখতে হয় ?


দাবা খেলার শেষভাগে যদি কোন খেলোয়াড়ের একটি রানী অতিরিক্ত থাকে; তবে খুব সহজেই বিজয়ী হওয়া যায়
কিন্তু যদি কেবলমাত্র একটি পন বেশি থাকে; তবে বিজয়ী হতে চাইলে অবশ্যই পনটিকে রাণীতে উত্তরণ করতে হয়  
সমান দক্ষ খেলোয়াড়দের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে, কোন খেলোয়াড়ের একটি পণ বেশি আছে  
তাছাড়া মাস্টার লেভেলে থাকা দাবাড়ুদের মধ্যেও দেখা যায় যে কোন একজনের একটি মাত্র পণ বেশি আছে সেক্ষেত্রে এক্সচেঞ্জ এর মাধ্যমে গুটির সংখ্যা কমিয়ে খেলাকে কিং এবং পন এন্ডগেম এ কনভার্ট করলে ফলাফল কি হতে পারে তা পূর্বেই বলে দেয়া সম্ভব । এতে জটিল অবস্থাসমূহকেও সহজে মূল্যায়ন করা যায় ।  তাই দক্ষ দাবাড়ু হতে চাইলে অধ্যয়নকারীদের অবশ্যই শিখতে হবে, কিভাবে একমাত্র রাজার সাহায্যে পনকে উত্তরণ করতে হয় অথবা প্রতিপক্ষের একটি পণ বেশি থাকা সত্ত্বেও কিভাবে পন প্রমোশনকে আটকিয়ে ড্র করতে হয়
শুধু তাই নয় এন্ডগেম এর আরো জটিল বিষয় সমূহ যেমন অপজিট কালার বিশপ এন্ডগেম, রুক এন্ড পন এন্ডগেম ইত্যাদি শেখার পূর্বে কিং এন্ড পন এন্ডগেম শেখা আবশ্যক । জটিল এন্ডগেমসমূহের বেসিক হচ্ছে কিং এন্ড পন এন্ডগেম । এটি সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকলে পরবর্তী জটিল বিষয়সমূহ বুঝা অসম্ভব ।
আর হ্যাঁ । বিষয়গুলো অবশ্যই জটিল এবং বুঝতে সমস্যা হতে পারে । তাই অধ্যয়নকারীকে অবশ্যই  ভিডিওগুলো কয়েকবার করে দেখতে পরামর্শ দেয়া হল ।
দক্ষ দাবাড়ু হওয়ার জন্য অধ্যয়নকারীদের সবগুলো বিষয়েই ভাল ধারণা থাকতে হবে । যার কারণে এই সিরিজের সকল পর্ব দেখা আবশ্যক । আশা করি অধ্যয়নকারী সবগুলো পর্বই দেখবেন । এখানে সকল বিষয়ই তলে ধরা হয়েছে । তবুও যদি কোন শুভাকাঙাখী মনে করেন যে কোন বিষয় এড করা উচিত তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন । পরবর্তীতে সেই বিষয়েও ভিডিও তৈরি করা হবে ।

Theme images by imagedepotpro. Powered by Blogger.