কেন কিং এন্ড পন এন্ডগেম সর্বপ্রথম শিখতে হয় ?
কেন কিং এন্ড পন এন্ডগেম সর্বপ্রথম শিখতে হয় ?
দাবা খেলার শেষভাগে যদি কোন খেলোয়াড়ের একটি রানী অতিরিক্ত থাকে; তবে খুব সহজেই বিজয়ী হওয়া যায় ।
সমান দক্ষ খেলোয়াড়দের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে, কোন খেলোয়াড়ের একটি পণ বেশি আছে ।
তাছাড়া মাস্টার লেভেলে থাকা দাবাড়ুদের মধ্যেও দেখা যায় যে কোন একজনের একটি মাত্র পণ বেশি আছে । সেক্ষেত্রে এক্সচেঞ্জ এর মাধ্যমে
গুটির সংখ্যা কমিয়ে খেলাকে কিং এবং পন এন্ডগেম এ কনভার্ট করলে ফলাফল কি হতে পারে তা পূর্বেই বলে দেয়া
সম্ভব । এতে জটিল অবস্থাসমূহকেও সহজে মূল্যায়ন করা যায় । তাই দক্ষ দাবাড়ু হতে চাইলে অধ্যয়নকারীদের অবশ্যই শিখতে হবে, কিভাবে একমাত্র রাজার সাহায্যে পনকে উত্তরণ করতে হয় । অথবা প্রতিপক্ষের একটি পণ বেশি থাকা সত্ত্বেও কিভাবে পন প্রমোশনকে আটকিয়ে ড্র করতে হয় ।
শুধু তাই নয় এন্ডগেম এর আরো জটিল বিষয় সমূহ যেমন অপজিট কালার বিশপ এন্ডগেম, রুক এন্ড পন এন্ডগেম ইত্যাদি শেখার পূর্বে কিং এন্ড পন এন্ডগেম শেখা আবশ্যক । জটিল এন্ডগেমসমূহের
বেসিক হচ্ছে কিং এন্ড পন এন্ডগেম । এটি সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকলে পরবর্তী
জটিল বিষয়সমূহ বুঝা অসম্ভব ।
আর হ্যাঁ । বিষয়গুলো অবশ্যই জটিল এবং বুঝতে সমস্যা
হতে পারে । তাই অধ্যয়নকারীকে অবশ্যই
ভিডিওগুলো কয়েকবার করে দেখতে পরামর্শ দেয়া হল ।
দক্ষ দাবাড়ু হওয়ার জন্য অধ্যয়নকারীদের সবগুলো বিষয়েই ভাল ধারণা থাকতে
হবে । যার কারণে এই সিরিজের সকল পর্ব দেখা আবশ্যক । আশা করি অধ্যয়নকারী সবগুলো
পর্বই দেখবেন । এখানে সকল বিষয়ই তলে ধরা হয়েছে । তবুও যদি কোন শুভাকাঙাখী মনে করেন
যে কোন বিষয় এড করা উচিত তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন । পরবর্তীতে সেই বিষয়েও ভিডিও
তৈরি করা হবে ।
Youtube Playlist: https://www.youtube.com/playlist?list=PLzCLBaE7lZHgdfFdmrqk7xa9qzWLVsc2_