কয়েকটি বিশেষ প্রকার চাল


গুটি চালার নিয়ম” পর্বটিতে আমরা গুটি চালার সাধারণ কিছু নিয়ম সম্পর্কে জেনেছিলাম ।
কিন্তু কিছু বিশেষ চাল আছে যেগুলো এর ব্যতিক্রম । যেমনঃ চেক, ক্যাসলিং, বোড়ের উত্তরণ, এন পাসেন্ট ।
এখন এসব নিয়ে আলোচনা করব ।
চেকঃ
রাজা হচ্ছে সবচেয়ে মূল্যবান গুটি । কেননা রাজা কেপচার করার সাথে সাথই খেলা শেষ হয়ে যায় । তাই যদি রাজাকে আক্রমণ করা হয় তবে অবশ্রই রাজাকে নিরাপদ ঘরে নিয়ে যেতে হয় । এ সময় অন্য কোন চাল দেয়া যায় না । এ ঘটনাকে চেক বলে ।

ক্যাসলিংঃ
রাজা এবং নৌকা স্তান পরিবর্তন না করলে, তাদের মধ্যে অন্য কোন গুটি না থাকলে, রাজা আক্রান্ত না থাকলে এবং যে ঘরের উপর দিয়ে যাবে তাতে শত্রুর কোন গুটির দৃষ্টি না থাকলে রাজা নৌকার দিকে দুই ঘর যেতে পারে ; এবং নৌকা ঠিক রাজা যে ঘরের উপর দিয়ে যায় সে ঘরে বসে ।
এ চালকে ক্যাসলিং বলে ।

বোড়ের উত্তরণঃ
বোড়ে চুড়ান্ত র‌্যাঙ্কে চলে গেলে খেলোয়াড় বোড়ের স্থলে রাজা ব্যতিত যে কোন গুটিকে উন্নিত করতে পারে ।

এন পাসেন্টঃ
বোড়ের ২ ঘর চালার পর যদি প্রতিপক্ষের কোন বোড়ে পাশের ফাইলে সুজাসুজি থাকে তবে কেবলমাত্র পরের চালে খেলোয়াড় চাইলে বোড়েকে আড়াআড়ি নিয়ে পনটিকে কেপচার করতে পারে ।

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুনঃ
অথবা
YouTube এ দেখতে এখানে ক্লিক করুন
Theme images by imagedepotpro. Powered by Blogger.