দাবা খেলার শুরুর ভাগ


দাবা খেলার শুরুতে বোর্ডে প্রচুর গুটি থাকে । তাই যে কোন চাল অবশ্যই বিচার বিবেচনা করেই দেয়া উচিত । সামান্য একটু ভুল খেলায় পরাজয়ের কারণ হয়ে দাড়াতে পারে । কিন্তু অনেক গুটি হিসাব করে চাল দেয়া মোটেই সহজ কাজ নয় । তাই ইন্টারমিডিয়েট লেভেলে থাকা দাবাড়ুরুদের মধ্যভাগে কেবলমাত্র কয়েকটি সূত্র মেনে চাল দেয়ার কথা বলা হয়ে থাকে ।
সূত্রসমূহ হচ্ছেঃ
১. কেন্দ্র নিয়ন্ত্রণ
২. ডেভলাপমেন্ট
৩. রাজার নিরাপত্তা
৪. বোড়ের কাঠামো ।

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুনঃ
অথবা
YouTube এ দেখতে এখানে ক্লিক করুন
Theme images by imagedepotpro. Powered by Blogger.